Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদশেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও এক হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও এক হত্যা মামলা

জয় বাংলাদেশ : ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। গত ২০ জুলাই রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ডের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইউসুফ সানোয়ার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে এ মামলাটি হয়। শুক্রবার যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন ইউসুফের বোনের স্বামী মামুনুর রশীদ।

এ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আজ সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৭৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৫৮টিই হত্যা মামলা। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ৬টি অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০ জুলাই বেলা ১১টার দিকে শনির আখড়া বাসস্ট্যান্ডের কাছে ইউসুফ সানোয়ার নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ আনা হয়, সেদিন পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা গুলি করে তাঁকে হত্যা করে।

এখন পর্যন্ত যেসব মামলা হয়েছে, সেগুলোতে শেখ হাসিনা ছাড়া তাঁর নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। এসব মামলার মধ্যে ঢাকার মামলাগুলোতে আসামির তালিকায় সাবেক দুই আইজিপিসহ পুলিশের ৮৮ জন সদস্যও রয়েছেন। ইতিমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগ সরকারের ২৯ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments