রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের রশি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেলে সদরঘাটের ১১ নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের লাশ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
সূত্রে জানা গেছে, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল। ৩টার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ঢোকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এ সময় লঞ্চে ওঠা অবস্থায় পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।