জয় বাংলাদেশ : সামারকে কেন্দ্র করে কমানো হয়েছে এয়ারট্রেনের খরচ। এখন থেকে নিউইয়র্কের অন্যতম ব্যস্ত বিমানবন্দর জন. এফ. কেনেডি ইন্টারন্যাশনাল -জেএফকে তে এয়ারট্রেনে আসতে-যেতে অর্ধেক ভাড়া দিতে হবে যাত্রীদের , যা আগে গুণতে হতো ৮ ডলারের ওপরে । নিউইয়র্ক সিটি গভর্নর ক্যাথি হোকুল এ ঘোষণা করেছেন। তিনি বলেন, এরারট্রেনে যাতায়াতের খরচ অর্ধেক হচ্ছে যাত্রীদের জন্য । যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে এবং এ সুবিধা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। যা হবে ৪ ডলার ২৫ সেন্ট । গভর্নর আরো বলেন, নিউইয়র্ক সিটির অবকাঠামোগত উন্নয়ন আর জেএফকে কেন্দ্রীক গুরুত্বপূর্ন সংস্কারের জন্য যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত । এই বিশাল পুন: নির্মাণ প্রকল্পগুলোর কারনে যাত্রীরা যাতে ভোগান্তি না পড়েন এ কারণে এমন সিদ্ধান্ত। প্লেনে যাওয়ার জন্য ট্রেন নেওয়ার চেয়ে ভাল আর কিছু নেই, বলেও হোকুল এক বিবৃতিতে বলেন।
সামারকে কেন্দ্র করে জেএফকে থেকে এয়ারট্রেন খরচ অর্ধেকে নামলো
RELATED ARTICLES