Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজসিটির বাস স্টপ ব্লক কিংবা ডাবল পার্কিং করলেই ২৫০ ডলার জরিমানা: ১৯...

সিটির বাস স্টপ ব্লক কিংবা ডাবল পার্কিং করলেই ২৫০ ডলার জরিমানা: ১৯ আগস্ট থেকে আইন কার্যকর

জয় বাংলাদেশ: নিউ ইয়র্ক সিটিতে বাস স্টপ ব্লক অথবা ডাবল পার্কিং যারা করছেন করছেন তারা এবার সাবধান। আগামী সপ্তাহ থেকে কোন রকম সতর্কবার্তা ছাড়াই জরিমানা করবে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি -এমটিএ। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন এমটিএ কর্মকর্তারা ।

এমটিএ বলছে, নিউইয়র্ক সিটির ১৫ হাজারের বেশি বাস স্টপ ব্লক আছে এই ব্লকগুলোতে যেসব চালক দাড়িঁয়ে যাত্রী ওঠা নামা করছেন কিংবা গাড়ি পার্ক করিয়ে রাখছেন তাদের মেইলে ৫০ ডলার জরিমানা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে এ জরিমান ২৫০ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে । আর এ কার্যক্রম শুরু হচ্ছে আগামী সোমবার থেকে।

নিউ ইয়র্ক সিটি ট্রান্সপোর্টেশন কমিশনার ইয়দানিস রদ্রিগেজ জানালেন , নিউইয়র্ক সিটিতে পাবলিক বাসগুলোর ধীর গতির কারনে যানজট নিত্য দিতের ঘটনা। যা শহরবাসীর ভোগান্তির কারন হয়ে দাড়িঁয়েছে। এর পেছনের কারণ খুজঁতে গিয়ে আমরা দেখলাম সিটিতে যেসব চালক রাস্তায় গাড়ি চালান তাদের ৮০ শতাংশের বেশি বাস লেন ব্লকার একবারের বেশি টিকিট পান না। সতর্কবার্তার সময় শেষ, এখন পাঁচটি বরো জুড়ে দ্রুত এবং নিরাপদ বাস রুটের সময়।”

বর্তমানে, ৬২৩টি এমটিএ বাস স্বয়ংক্রিয় ক্যামেরা প্রয়োগের সাথে সজ্জিত। এমটিএয়ের কর্তকর্তারা জানিয়েছেন , চলতি বছর শেষে ১,০২৩টি বাস হবে। এসব স্বয়ংক্রিয় ক্যামেরায় অপরাধীদের যানবাহনের ছবি এবং ভিডিও ধারণ করবে, তাদের লাইসেন্স প্লেটের তথ্য, অবস্থান এবং সময় সীলকরণসহ। এই তথ্য নিউ ইয়র্ক সিটি ট্রান্সপোর্টেশন বিভাগে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে। এমটিএ আরো জানিয়েছে , সর্তক জরিমানা দেওয়ার পরে শুধুমাত্র ৯ শতাংশ অপরাধী আবার বাস সংক্রান্ত অপরাধ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments