Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকহামলা বাড়িয়ে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী

হামলা বাড়িয়ে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী

জয় বাংলাদেশ: যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নানা বুলি আওড়ানোর মধ্যেই ইসরায়েল শুক্রবার ভোরে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে। এসব হামলা চালিয়ে ইহুদিবাদি সরকার যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

এক বিবৃতিতে নাজিব মিকাতি, লেবাননের অঞ্চলগুলোতে ইসরায়েলি শত্রুদের আগ্রাসনের পরিধি নতুন করে সম্প্রসারণ, পুরো শহর ও গ্রামগুলো খালি করার জন্য জনগণকে বারবার হুমকি দেওয়া এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে ধ্বংসাত্মক অভিযানের সমস্ত সূচক বলে দেয়- ইসরায়েলি শত্রুরা সমস্ত প্রচেষ্টা প্রত্যাখ্যান নিশ্চিত করেছে।

লেবাননে যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফররত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার একদিন পর মিকাতি এ বিবৃতি দিলেন।

লেবাননের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরাইলের কূটনৈতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছে।

লেবাননের মন্ত্রিপরিষদ থেকে প্রকাশিত বিবৃতিতে প্রধানমন্ত্রী ‘জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব’র প্রতি লেবাননের স্থায়ী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আগ্রাসন বন্ধ করার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শুক্রবার ভোরে বৈরুতের দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকা লক্ষ্য করে ধারাবাহিক সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েল। লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে কয়েক ডজন ভবন মাটিতে মিশে যায়। শুক্রবার দুপুরেও ইসরায়েলি বাহিনী পূর্বাঞ্চলীয় বালবেক শহরে পুনরায় তীব্র বিমান হামলা শুরু করে।

এর আগে, গত বুধবার ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘কান টিভি’ একটি নথি প্রকাশ করে। সেখানে ইসরায়েল-হিজবুল্লাহর চলমান সংঘাত বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি খসড়া চুক্তি দেখানো হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে বিপজ্জনক উত্তেজনার মধ্যে লেবাননে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সবশেষ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments