Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজ২০২৪ সালে নিউইয়র্কে বাড়ছে সর্বনিম্ন মজুরি

২০২৪ সালে নিউইয়র্কে বাড়ছে সর্বনিম্ন মজুরি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ন্যূনতম মজুরি বাড়তে চলেছে। যার ফলে বছরের শুরুতে সাধারণ জনগণ বেশ আনন্দে সময় কাটাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিটি প্রশাসন সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টারে সর্বনিম্ন মজুরি ১৫ ডলার থেকে ১৬ পর্যন্ত বৃদ্ধি পাবে। রাজ্যের অন্যান্য শহরে ১৪.২০ থেকে ১৫ ডলার পর্যন্ত ঘন্টাপ্রতি সর্বনিম্ন মজুরি বৃদ্ধি পাবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল চলতি বছরের শুরুতে বলেছিলেন, ২০২৪ সালে শুধুমাত্র ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে, ২০২৬ সাল পর্যন্ত বার্ষিক ০.৫০ ডলার বৃদ্ধি পাবে।

হোচুল বলেন, আমরা কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীদের ক্রমবর্ধমান খরচের সাথে তাল মিলিয়ে চলতে এবং তাদের পরিবারকে সমর্থন অব্যাহত রাখতে নিউইয়র্কের ন্যূনতম মজুরি বৃদ্ধি করছি। যদি কেউ বাড়তি বেতন না পান তবে শ্রম বিভাগে অভিযোগ দায়ের করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্মকর্তারা বলছেন, বার্ষিক ন্যূনতম মজুরি বৃদ্ধি ২০২৭ সালে শুরু হওয়া ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে হবে।

বিজনেস কাউন্সিল অফ নিউইয়র্ক স্টেটের সেন্টার অফ হিউম্যান রিসোর্সেসের ডিরেক্টর ফ্র্যাঙ্ক কারবেইন বলেছেন, নতুন এই মজুরি স্কেল রাজ্যজুড়ে জটিলতা সৃষ্টি করতে পারে। এই আইন মানতে প্রতিষ্ঠানগুলোকে অনেক পরিবর্তন আনতে হবে। যা তাদের খরচ বাড়াবে। এছাড়া এটিকে একটি প্রশাসনিক বোঝা বলেও মনে করছেন তারা।

এদিকে ব্রান্ডি আলডুক কুইন্সের একজন স্টারবাকস বারিস্তা। তিনি বলেন, এই মজুরি বৃদ্ধি থেকে লাভবান হওয়া সম্ভব না। কেননা আমাদের প্রারম্ভিক মজুরি এখন প্রতি ঘণ্টায় প্রায় ১৭ ডলার।

তবে রাজ্যজুড়ে মজুরি বৃদ্ধিতে বেশ উৎফুল্ল সাধারণ ও নিম্ন আয়ের মানুষজন। তারা বলছেন, মজুরি বৃদ্ধি পাওয়ায় এখন আগের থেকে বেশি আয় হবে যা বাড়তি খরচ মেটাতে সাহায্য করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments