Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজ২০২৪ সালে বিশ্বের সেরা বাসযোগ্য শহর: নিউইয়র্কের অবস্থান ৭০ তম !

২০২৪ সালে বিশ্বের সেরা বাসযোগ্য শহর: নিউইয়র্কের অবস্থান ৭০ তম !

জয় বাংলাদেশ: শিক্ষা-স্বাস্থ্য-আবাসনের মতো মানুষের যাপিত জীবনে মৌলিক চাহিদা পূরণ করে বাসযোগ্য শহরের শীর্ষে এবারও অস্ট্রিয়ান শহর ভিয়েনা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত হয়েছে ২০২৪ সালে বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর বার্ষিক তালিকা। ভিয়েনা টানা তৃতীয় বছরের মতো তালিকার শীর্ষে রয়েছে।

ইআইইউ স্বাস্থ্যসেবা, সারা বিশ্বে ১৭৩ টি শহরের ওপর সংস্কৃতি,পরিবেশ, স্থিতিশীলতা, অবকাঠামো ও শিক্ষা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পর্যালোচনা শেষে এ তালিকা প্রকাশিত হয়েছে।

তালিকায় অ্যামেরিকার হনলুলু রয়েছে ২৩তম স্থানে। লস অ্যাঞ্জেলেস এই তালিকার ৫৮ তম স্থানে রয়েছে যেখানে নিউইয়র্কের অবস্থান ৭০তম। বৃটেইনের রাজধানী লন্ডন বিশ্বের ৪৫ তম বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। এশিয়ার মধ্যে, হংকং এর ব্যাপক উন্নতি হয়েছে দেশটি ৬১তম থেকে ৫০তম স্থানে উঠে এসেছে। সিরিয়ার দামেস্ক এখনও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments