রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদের পর রেলের ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে। এ কারণে রেলের ভাড়া সামান্য বাড়বে। এটা সবাইকে মেনে নিতে হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।
তিনি বলেন, ‘ঈদের আগে রেলের ভর্তুকি প্রত্যাহার করা হবে না বলে কথা দিয়েছিলাম, সেটা রেখেছি। ঈদের পর ভর্তুকি প্রত্যাহার করেছি। আগামী ৪ মে থেকে তা কার্যকর হবে। মূলকথা, রেলের ভাড়া বাড়ানো হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে মাত্র।’
তিনি আরও বলেন, ‘দূরত্ব হিসাব করে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়বে না। ১৫-২০ বছরের মধ্যে রেলের ভাড়া বাড়েনি, বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে না। তবে ভাড়া বাড়ানো উচিত।’
প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এ মুহূর্তে জনগণের ওপর চাপ দেওয়া যাবে না। তবে ভর্তুকি প্রত্যাহারের জন্য রেলের ভাড়া সামান্য বাড়বে। এটা সবাইকে মেনে নিতে হবে।’
মেলার উদ্বোধনী সভায় রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।