জয় বাংলাদেশ : আইনি লড়াইয়ে জয়ী হতে পারলে পাঁচ মিলিয়নের বেশি হিসপ্যানিকের শিক্ষাঋণ মওকুফের পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজে বুধবার হিসপ্যানিক হেরিটেজ মান্থ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে । হিসপ্যানিকদের ঐতিহ্য রক্ষায় কমিউনিটি কলেজ এবং ইউনিভার্সিটিতে সরকার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন।
বাইডেন বলছেন, গত সাড়ে তিন বছরে ৫ মিলিয়ন হিসপ্যানিকের নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন তার প্রশাসন। তার মতে, হিসপ্যানিকের ইতিহাসই অ্যামেরিকার ইতিহাস। এই সত্যটাকে সম্মান জানাতে হবে।
হিসপ্যানিক কমিউনিটির অর্থনীতিকে গতিশীল করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে জানিয়ে বাইডেন বলেছেন, অভিবাসীরাই অ্যামেরিকার প্রাণ। তারা অ্যামেরিকার রক্তকে বিষাক্ত করেনা। এছাড়া তার প্রশাসন হিসপ্যানিকদের সঙ্গে নিয়ে দেশের ইতিহাস গড়তে চায় বলে দাবি করেন বাইডেন।
অর্থনীতি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে উল্লেখ করে অ্যামেরিকার ভবিষ্যত নিয়ে প্রেসিডেন্ট বাইডেন আশাবাদী বলেও জানান। তবে তার মতে গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।