জয় বাংলাদেশ: এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যা সমাধান। নির্বাচনে ভূমিধস জয়লাভের পর সেই প্রতিশ্রতি রাখতে চলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী সমস্যা সমাধানে প্রতিশ্রুতি মোতাবেক সাবেক পুলিশ ও অভিবাসন কর্মকর্তা টম হোমানকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোমানকে সীমান্ত সম্রাট (বর্ডার জার) নামে অভিহিত করেন ট্রাম্প। এর আগেও ট্রাম্প প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্সির পরিচালক হিসেবে অভিবাসী নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তিনি।
বিশ্লেষকরা ধারণা করছেন, টম হোমান অবৈধ অভিবাসীদের ‘ঝেঁটিয়ে’ বিদায় করবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প লিখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি সাবেক আইস পরিচালক ও অভিবাসন নিয়ন্ত্রণের কিংবদন্তি টম হোমান ট্রাম্প প্রশাসনে যোগ দেবেন। এই সীমান্ত সম্রাটের হাতেই দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব তুলে দিচ্ছি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন, টমকে আমি অনেকদিন ধরে চিনি। সীমান্ত নিয়ন্ত্রণে রাখায় তারচেয়ে ভালো কেউ নেই।