জেবি টিভি রিপোর্ট : ল-এনর্ফসমন্ট সিভিল সার্ভিসে এন্ট্রি লেভেলে পরীক্ষার ফি মওকুফ করেছে নিউইয়র্ক সিটি। যোগ্য প্রার্থীরা এই সুবিধায় ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা যোগ্য হবেন তারা লিখিত পরীক্ষার প্রায় দুই সপ্তাহ আগে ডাকযোগে একটি ভর্তি নোটিশ পাবেন, যা আবেদনকারীকে জানাবে কখন এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে একটি ইমেল স্মারকও পাঠানো হবে। যারা প্রবেশ স্তরের আইন প্রয়োগকারী পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা নিম্নলিখিত পদ পূরণের জন্য যোগ্য হবেন:
ডিইসি – পরিবেশ সংরক্ষণ পুলিশ অফিসার প্রশিক্ষণার্থী ১ এবং বন রেঞ্জার ১
পার্কস – পার্ক পুলিশ অফিসার প্রশিক্ষণার্থী
সানী – বিশ্ববিদ্যালয় পুলিশ অফিসার ১
নিউইয়র্ক সিটি গভর্নর ক্যাথি হকুল বলেছেন, নিউইয়র্কবাসীর সার্বিক নিরাপত্তা বিশেষ করে স্কুল , কলেজ ও বিভিন্ন কমিউনিটির জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অফিসাররা নিরবিছিন্ন সেবা দিয়ে আসছে। যারা এ সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তারা বিনামূল্যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আবেদন করতে পারেন যাতে তাদের দলে যোগ দিতে এবং নিউ ইয়র্ককে জাতির সবচেয়ে নিরাপদ জায়গা করার আমাদের কাজ চালিয়ে যেতে পারেন।” জানানো হয়, যুক্তরাষ্ট্রের সব স্টেটে আবেদন ফি ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মওকুফ করা হয়েছে।