জয় বাংলাদেশ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেইটের ওয়েস্ট পাম বিচ এলাকায় গলফ ক্লাবের কাছে গুলির ঘটনায় নিরাপদে আছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের মার–এ–লাগোর বাসার কাছেই অবস্থিত ওয়েস্ট পাম বিচের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্স’। গুলির ঘটনার সময় সেখানে গলফ খেলছিলেন ট্রাম্প। পরে গলফের মাঠ থেকে দ্রুত নিরাপদ অবস্থানে নেয়া হয় তাকে।
ট্রাম্পের প্রচারণা শিবিরের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন।’
সিক্রেট সার্ভিস এক এক্স বার্তায় নিশ্চিত করেছে যে তারা ট্রাম্পের সঙ্গে জড়িত একটি ‘প্রতিরক্ষামূলক ঘটনা’ তদন্ত করছে।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গলফ কোর্সের প্রান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল হাতে এক সন্দেহভাজনকে দেখা যায়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা গুলি চালালে সন্দেহভাজন বন্দুক ফেলে পালিয়ে যায়। তবে সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্পের দিকে অস্ত্র তাক করেছিল কিনা তা স্পষ্ট নয়।
সিক্রেট সার্ভিসের কর্মকর্তা জানান, সন্দেহভাজনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সতর্কতা জারি করলে সন্দেহভাজনের গাড়ি আটকে তাকে আটক করে পুলিশ।
হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ কোর্সের এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে, যেখানে ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গলফ খেলছিলেন’।
প্রায় দুই মাস আগে এক বন্দুকধারী পেনসিলভেনিয়ার বাটলারের সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে কানে আঘাত লাগে সাবেক এই প্রেসিডেন্টের।