Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদআমিও বাজারে যাই, দুঃখ লাগে: অর্থ উপদেষ্টা

আমিও বাজারে যাই, দুঃখ লাগে: অর্থ উপদেষ্টা

জয় বাংলাদেশ: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে ছোট একটা ব্যাগে সামান্য বাজার পাওয়া যায়, তা আমিও টের পাই। কারণ, আমিও বাজারে যাই; দুঃখ লাগে।

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, এটা এক দিনে হয়নি। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পেঁয়াজ, চাল, সয়াবিন তেল ইত্যাদিতে শুল্কহার কমানো হয়েছে। অবশ্যই আলু ও পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে, যদিও তার অনেক কারণ আছে।

কিছু ব্যাংক দুরবস্থা কাটিয়ে ফিরে আসছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেন, ইসলামী ব্যাংক বড় ব্যাংক, এটা ভালোর দিকে যাচ্ছে, যদিও কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না।

তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) সাফল্যের সূর্য উদিত হয়েছে; আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা ছাপ রেখে যাব। কিছু সংস্কার করে যাব। পরবর্তী সময়ে যারা আসবেন, তারা বুঝবেন, এখান থেকে রাস্তা তৈরি করতে হবে।

কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে তার সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।

এ সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments