জয় বাংলাদেশ : আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে মশালমিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে মশালমিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশালমিছিল শুরু করেন। মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজীর সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্তার নিন্দা জানান। তাঁর অভিযোগ, জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিল এবং তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান আবু হানিফ। আসিফ নজরুলের সফরসূচির কথা হেনস্তাকারীরা কীভাবে জানলেন, সেটা বড় প্রশ্ন বলেও উল্লেখ করেন তিনি।
আসিফ নজরুলকে হেনস্তার মাধ্যমে গণ-অভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে। গণ-অভ্যুত্থানের পর তাদের আচরণের পরিবর্তন হয়নি।
আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই মন্তব্য করেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান।
যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান, উত্তরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।