Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইউটিউব বাংলাদেশের ১ লাখ ১২ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে

ইউটিউব বাংলাদেশের ১ লাখ ১২ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও ডিলিট করে দিয়েছে। সম্প্রতি ইউটিউবের প্রকাশিত জুলাই-সেপ্টেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউটিউবের প্রতিবেদন অনুসারে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিউনিটি নির্দেশিকা মেনে না চলার কারণে ভিডিওগুলো ডিলিট করা হয়েছে। ভিডিও ডিলিটের সংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান অষ্টম।

ইউটিউবের হিসাব মতে গত জুলাই-সেপ্টেম্বরের মধ্যে ৫৬ লাখের বেশি ভিডিও এবং ৫৮ লাখের বেশি চ্যানেল ডিলিট করেছে ইউটিউব। কমিউনিটি গাইডলাইন মেনে না চলার কারণে এর মধ্যে ৬৭ দশমিক ৯ শতাংশ ভিডিও ডিলিট করা হয়েছে ১০টিরও বেশি ভিউ পাওয়ার আগেই।

এর পাশাপাশি ইউটিউব সাত কোটি ৩৭ লাখেরও বেশি মন্তব্য ডিলিট করে দিয়েছে। এর বেশিরভাগই স্প্যাম ছিল। ডিলিট করা মন্তব্যের ৯৯ শতাংশেরও বেশি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে।

ইউটিউবের মত অনুসারে, কন্টেন্ট যেখানেই আপলোড করা হোক না কেন, এর কমিউনিটি নির্দেশিকা বিশ্বজুড়ে একইভাবে কার্যকর হবে। ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে ভিডিও ডিলিট করা হলে তা বিশ্বব্যাপীই সরানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments