ইউনূসকে নিয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন, আওয়ামী লীগ তাকে সাজা দেয়নি। তাহলে সরকার সরকার কেন সমালোচনার মুখে পড়বে?’
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রশ্ন তোলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘একজন মানুষ, তার সামাজিক অবস্থান বা তার স্ট্যাটাস কখনও আইনের ঊর্ধ্বে নয়। শাস্তি তাকে (ড. ইউনূসকে) আওয়ামী লীগ দেয়নি। যেসব শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটি তাদের করা মামলা। সেই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছেন। এখানে সরকারের কী করণীয় আছে?’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন নেই। পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়া মানে দলগতভাবে সরে যাওয়া নয়।’
৭ জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে
সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন। মোট ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন বলে আমি মনে করি। সুতারাং নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোন সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী ৭ জানুয়ারি যে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, পাঁচ বছর পর, এটা থেকে আমাদের পিছিয়ে আসার কোন সুযোগ নেই। যত বাধাই আসুক, যত সন্ত্রাসই হোক, আগুন সন্ত্রাস, লিফলেট বিতরণ করে জনগণকে বিরত করা, কোনটাই এই নির্বাচন বন্ধ করতে পারবে না।’