জয় বাংলাদেশ : নিউ ইয়র্কের নাগরিকদের নিরাপত্তা বলয় বাড়াতে এনওয়াইপিডিতে যোগ দিয়েছেন এক ঝাকঁ তরুন বাংলাদেশী আমেরিকান। সোমবার মেডিসন স্কয়ার গার্ডেনের থিয়েটার হলে তাদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাগ্রতা ও সসতার সাথে নতুন গ্রাজুয়েটদের দায়িত্ব পালনে আহ্ববান জানান এনওয়াইপিডির কমিশনার। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন , হেট ক্রাইমের কারনে-ই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। এ সময় এনওয়াইপিডি যোগ দেয়া অনিক শাহাদত নামে একজন তরুণ গ্রাজুয়েট জানান, তার বাবার স্বপ্ন পূরণের জন্য তার ফুট স্টেপস তিনি ফলো করছেন। তিনি বলেন , তার বাবা বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন । যিনি সব সময় চেয়েছেন এমন দিন। এ সময় অনেকে জানান , বাংলাদেশী কমিউনিটির ভাবমূর্তি বৃদ্ধি ও বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তারা। বলেন , নিজ নিজ যোগ্যতা ও মেধায় তারা সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই আইন শৃংখলা বাহিনীতে অবদান রাখার জন্য।
এ সময় জানানো হয় , সাড়ে ৮ মিলিয়ন নাগরিকদের নিরাপত্তার বলয় বাড়াতে আরো নতুন ৬ শতাধিক নতুন অফিসার যোগ দিয়েছেন। পুরানো অফিসারদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে সিটিকে অপরাধ মুক্ত করে বসবাসযোগ্য করে তুলতে কাজ করবেন তারা।
অনুষ্ঠানে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনওয়াইপিডি কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাদের। জানান , নিউইয়র্কবাসী তাদের নিজেদের মুখ দেখতে চান এইসব পুলিশদের মধ্যে । যারা স্বস্তি বোধ করবেন , নির্ভার হবেন তাদের দেখে। এ কারনে নতুন অফিসারদেরকে আগামী নিউইয়র্ক গড়তে কাজ করতে হবে এমন আহ্বান জানান তিনি। গ্রাজুয়েশন প্রোগ্রামে উপস্থিত হয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যা চেষ্টায় নিন্দা জানান নিউইয়র্ক সিটি মেয়র। হেট ক্রাইমের কারনে সাবেক এই প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা করা হয়েছে বলেও মনে করেন তিনি। নিউইয়র্ক সিটিতে হেইট ক্রামম দূর করতে সদ্য গ্রাজুয়েট করা অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি।১৮৪৫ সালে প্রতিষ্ঠিত এনওয়াইপিডিতে সোমবারের এই গ্রাজুয়েশন প্রোগ্রামে যোগ দিয়েঝেন ৩৩টি দেশের ১৫২ জন আমেরিকান নাগরিক ।