Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজএ সপ্তাহে নিউ ইয়র্ক সিটিতে মশার উপদ্রব কমাতে স্প্রে করা হচ্ছে :...

এ সপ্তাহে নিউ ইয়র্ক সিটিতে মশার উপদ্রব কমাতে স্প্রে করা হচ্ছে : কোথায় কোথায়

জয় বাংলাদেশ : মশা-মাছি-ইদুরেঁর মতো ক্ষুদ্র কীটের বসতি এখন নিউইয়র্ক সিটি। এ শহরে বসবাসরত অধিবাসীদের দূভোর্গ কমাতে এরই মধ্যে সিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলেও তা কাজে আসছে না খুব একটা । তারপরও চেষ্টা অব্যাহত রেখেছেন কর্মকর্তার। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কর্মকর্তারা মশা নিধনে স্প্রে করবেন ।

পুরো নিউইয়র্ক সিটির ৫টি বরোর মধ্যে সোমবার উপরের ম্যানহাটনের কিছু অংশ এবং বুধবার দক্ষিণ-পশ্চিম ব্রুকলিনে স্প্রে করবে। ম্যানহাটনের মধ্যে রয়েছে কার্নেগি হিল, সেন্ট্রাল পার্ক, ইস্ট হারলেম, ফোর্ট জর্জ, হ্যামিলটন হাইটস, হারলেম, ইনউড, লেনক্স হিল, লিনকন স্কোয়ার, ম্যানহাটন ভিলেজ, ম্যানহাটনভিল, মর্নিংসাইড হাইটস, শারম্যান ক্রিক, সুগার হিল, আপার ইস্ট সাইড, আপার ওয়েস্ট সাইড,ওয়াশিংটন হাইটস, ইয়র্কভিল আর ব্রুকলিনের মধ্যে যেসব এলাকায় মশা নিধনে স্প্রে মিলবে বাথ বিচ,বে রিজ, বেনসনহার্স্ট,কনি আইল্যান্ড, ডাইকার হাইটস, ফোর্ট হ্যামিলট, গ্রেভসেন্ড, নিউ ইউট্রেখট,সি গেট ।

নিউইয়র্ক সিটি বলছে , স্প্রের সময় নাগরিকদের ঘরের ভেতরে থাকতে হবে। রাত ৮:৩০ থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত চলবে চলবে এ নিধন কর্মসূচী । স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, স্প্রের সময় এয়ার কন্ডিশনার চালু রাখা যাবে।

এদিকে এ বছর চারজন নিউ ইয়র্কার ভাইরাসটিতে পজিটিভ পরীক্ষা করেছেন। শহরটি এই গ্রীষ্মে মশা-বাহিত ভাইরাস প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে ১০ বার ক্রু পাঠিয়েছে। নাগরিকদের তাদের বাড়ির চারপাশে কোনো দাঁড়ানো পানি মুছে ফেলার অনুরোধ করা হয়েছে, যাতে মশার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments