জয় বাংলাদেশ: আগামী দুই-তিনদিনের মধ্যেই রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধের ময়দানে নামবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আগামী ২৭-২৮ অক্টোবর যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করবে রাশিয়া।
শুক্রবার (২৫ অক্টোবর) গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আগামী ২৭-২৮ অক্টোবরের মধ্যে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার প্রথম সেনা মোতায়েন করবে রাশিয়া।
জেলেনস্কি তার শীর্ষ কমান্ডারের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে এক্সকে বলেছিলেন, ‘এটি রাশিয়ার সৃষ্টি একটি স্পষ্ট উত্তেজনা।’ তবে উত্তর কোরিয়ার সৈন্যদের কোন ফ্রন্টলাইন সেক্টরে পাঠানো হবে জেলেনস্কি এটি জানাননি।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার প্রথম ইউনিট এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। সেখানে আগস্টে বড় ধরনের রুশ আগ্রাসন চালানোর পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী তৎপরতা চালাচ্ছে।
প্রায় ৫০০ কর্মকর্তা ও তিনজন জেনারেলসহ উত্তর কোরিয়ার প্রায় ১২ হাজার সেনা আগে থেকেই রাশিয়ায় অবস্থান করছে। পাঁচটি সামরিক ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ চলছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, নতুন করে যুদ্ধের জন্য তারা রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের প্রমাণ পেয়েছে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যরা বলেছেন, ইউক্রেনে ক্রেমলিনের যুদ্ধকে সমর্থন করার জন্য প্রায় ৩,০০০ সৈন্য পাঠানো হয়েছে, আরও অনুসরণ করা হবে।
যদিও রুশ প্রেসিডেন্ট এসব কথা তেমন তোয়াক্কা করছেন না। সেই সঙ্গে তিনি তার দেশে উত্তর কোরিয়ার সেনা উপস্থিতির কথা অস্বীকারও করেননি। পুতিন বলেছেন, ‘এটা আমাদের ব্যাপার।’