Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিক'কূটনৈতিক উপায়ে' আগামী বছরই যুদ্ধের অবসান ঘটাতে চান জেলেনস্কি

‘কূটনৈতিক উপায়ে’ আগামী বছরই যুদ্ধের অবসান ঘটাতে চান জেলেনস্কি

জয় বাংলাদেশ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী বছর ‘কূটনৈতিক উপায়ে’ রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চায়। তিনি বলেছেন, আগামী বছর যাতে এই যুদ্ধ শেষ হয় এবং কূটনৈতিক উপায়ে শেষ হয়- তার জন্য ইউক্রেনকে অবশ্যই সবকিছু করতে হবে।

স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের তৃতীয় বার্ষিকী হবে।

জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হতো, তার চেয়ে দ্রুত শেষ হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের ফোনালাপে তার সঙ্গে ‘গঠনমূলক বাক্যবিনিময়’ হয়েছে বলেও জানান তিনি।

ট্রাম্প বরাবরই বলে আসছেন, তার অগ্রাধিকার হচ্ছে যুদ্ধের অবসান ঘটানো এবং ইউক্রেনকে সামরিক সহায়তার নামে মার্কিন সম্পদের অপচয় বন্ধ করা।

এদিকে, পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে চলমান ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে মস্কোকে সহায়তা করতে ক্রেমলিনের অন্যতম প্রধান মিত্র উত্তর কোরিয়া তার হাজার হাজার সেনা পাঠিয়েছে।

অপরদিকে, কিয়েভের আপত্তি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল শুক্রবার ফোনে দীর্ঘ এক ঘণ্টা কথা বলেন। এমন নানা পরিস্থিতির মুখে পড়ে জেলেনস্কি যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments