সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ) চাইলে শান্তির পথে ফিরতে পারে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বুধবার (১৭ এপ্রিল) বিকালে বান্দরবান সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শান্তি কমিটির সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়নি। এখনও আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসতে পারে। এর জন্য যা প্রয়োজন সবই করা হবে।
তিনি আরও বলেন, তবে স্বাধীন দেশে এই অবৈধ অস্ত্রধারীদের মেনে নেওয়া সম্ভব নয়। তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন মসজিদ, উপজেলা পরিষদ ও ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব ডিজি।