Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদগণগ্রেপ্তার নয়, ভুলে আনা হলে ছেড়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণগ্রেপ্তার নয়, ভুলে আনা হলে ছেড়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জয় বাংলাদেশ: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর বিভিন্ন মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষীসাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেপ্তার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।’

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে তার সভাপতিত্বে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান বলেন, এমন কোনো জেলা নেই, যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। অধিকাংশ জেলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন।

আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই।

তিনি আরও বলেন, ‘এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী। তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। আমরা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করব না।’

ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরও শিথিলের কথা জানান। তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী চার দিন, অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments