Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদগণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি: ড. মঈন

গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি: ড. মঈন

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনবো, ততক্ষণ আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো।

শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঈন খান বলেন, আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক রাজনীতি করি। আমরা বাংলাদেশে রাজনীতি করবো নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। বিএনপির শান্তির রাজনীতি করে, বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না।

বিএনপি সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করার আদর্শে রাজনীতি করে উল্লেখ করে ড. মঈন বলেন, আমরা আওয়ামী লীগের মতো ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না।

গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে ‘প্রহসনের নাটক’ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা আরও বলেন, দেশের কোটি কোটি মানুষ সেই নির্বাচনকে বর্জন করেছে। এখানে কোন নির্বাচন হয়নি, ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। এটা শুধু বিএনপি ও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বলেনি, আওয়ামী লীগের যারা ভোটার ছিলো তারাও এই নির্বাচনে যায়নি। কারণ তারা জানে, এই নির্বাচনে কে নির্বাচিত হবে এবং কে হবে না, এটা ভোট দিয়ে নির্ধারিত হবে না, এটা নির্ধারিত হয়েছে রাজধানী থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments