Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদগাইবান্ধায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

জয় বাংলাদেশ: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দমন-পীড়ন, ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধায় ‘রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি’ পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বাস টার্মিনাল এলাকার কাদির এন্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে আদালতের সামনে যায়। কিন্তু আদালতের মূল ফটক আটকে দিয়ে আগে থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। সেখানে বাধার সম্মুখীন হলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরাতন জেলখানার গোলচত্বরের দিকে রওনা হয়। কিন্তু গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মিছিলটি আবারও বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রায় একঘণ্টা পর বিক্ষোভকারীরা আবারও গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে শত-শত যানবাহন আটকা পরে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে যোগ দিয়েছে জেলা বার অ্যাসোসিয়েশনের বেশকিছু আইনজীবী ও স্থানীয় অভিভাবক।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments