ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজা থেকে শনিবার চারজন জিম্মিকে উদ্ধার করেছে। কয়েক সপ্তাহব্যাপী পরিকল্পনার পর অভিযানে তাদের উদ্ধার করা হয়। তবে সেই অভিযানে শিশুসহ অন্তত ২৩৬ ফিলিস্তিনি মারা গেছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলিদের জন্য এ অভিযান স্বস্তি নিয়ে আসলেও ফিলিস্তিনিদের জন্য সেটা আরও দুর্ভোগ তৈরি করেছে।
উদ্ধার হওয়া চার ইসরায়েলি বন্দি হলেন- নোয়া আরগামানি (২৫), আলমোগ মীর জান (২১), আন্দ্রে কোজলভ (২৭) এবং শ্লোমি জিভ (৪০)। এই চারজনকেই গত ৭ অক্টোবরের হামলার সময় দক্ষিণ ইসরায়েলের সংগীত উৎসব থেকে ধরে নিয়ে গিয়েছিলেন হামাস যোদ্ধারা।
আইডিএফ জানায়, জিম্মিদের উদ্ধার করতে অভিযানটি অনেক জটিল ও ঝুকিপুর্ণ ছিল। তবে উদ্ধারকৃত চার জিম্মি ভাল অবস্থায় রয়েছে। তবে অভিযানের পর তাদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই অভিযানে ইসরায়েলি বাহিনীর কমান্ডার আরনন জামোরা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি।
শনিবার আইডিএফের অভিযানটি ছিল ৭ অক্টোবর থেকে জীবিত বন্দীদের উদ্ধারের জন্য সবচেয়ে বড় অভিযান। এর মাধ্যমে গাজা থেকে উদ্ধারকৃত জিম্মিদের মোট সংখ্যা সাতজনে পৌঁছেছে বলে জানিয়েছে আইডিএফ। গত সপ্তাহে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল যে, গাজায় এখনও ১২০ জিন জিম্মি রয়ে গেছে, যার মধ্যে ৪১ জন মারা গেছে বলে ইসরায়েলি বাহিনীর ধারণা।
তবে এ বিষয়ে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন যে, ইসরায়েলের এই অভিযানে অন্যান্য কয়েকজন জিম্মির মৃত্যু হয়েছে।
এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চার জিম্মিকে উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায় এতে শত শত ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুও রয়েছে।