জয় বাংলাদেশ : জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই শিক্ষার্থীরা আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে ঢাকার রামপুরায় কোটা আন্দোলনে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। তাই আগামীতে জনগণই ঠিক করবে কারা দেশের ক্ষমতায় আসবে।
রিজভী আরও বলেন, ছাত্র জনতার এই আন্দোলনে শ্রমজীবী মানুষও শামিল হয়েছে। শেখ হাসিনার অবৈধ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা।
এদিকে নোয়াখালীর সেনাবাগে যুবদলের আয়োজনে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসচীতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যখনই মনে করবে তখনই নির্বাচনের ব্যবস্থা করবে।
শিক্ষার্থী হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করায় বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে কখনো ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগরের দক্ষিণ শাখা। এসময় আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব নেয়ার পাশাপাশি, গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা।