জয় বাংলাদেশ : বিশিষ্ট রাজনীতিক, লেখক ও গণমাধ্যম উদ্যোক্তা স্যার ড. আবু জাফর মাহমুদ সম্পাদিত জয় বাংলাদেশ এর আগস্ট ২০২৪ সংখ্যা প্রকাশিত হয়েছে। ‘স্রোতে গা ভাসাই না, নতুন ঢেউ তুলি’ এই স্লোগা্নে প্রকাশিত হওয়া বহুল আলোচিত ও জনপ্রিয় এ মাসিক ম্যাগাজিন পাওয়া যাবে অনলাইন ভার্সনেও । ষষ্ঠ এ সংখ্যায় তুলে ধরা হয়েছে বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলন পরবর্তী নতুন এক বাংলাদেশ । পাকিস্তান , ভারতে চলামান সরকার পতনের আন্দোলনের মতো গুরুত্বপূর্ন বিষয়গুলো।
যেখানে টানা ১৫ বছরের সময় বেশি ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ শাসকের দম্ভ ও ঔদ্ধত্যের বিপদ নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন স্যার ড. আবু জাফর মাহমুদ। আছে নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ও কৃষির মতো খাতগুলোকে গুরুত্ব দেয়ার পরামর্শও। এছাড়া এবারের প্রকাশনায় গুরুত্ব পেয়েছে , জঙ্গি, দেড় দশকে বিচারবহির্ভূত হত্যা এর পেছনে সঙ্গী আইন শৃঙ্খলা, বিচার বিভাগ ও গণমাধ্যমগুলোও ছিল সে সংক্রান্ত তথ্য-উপাত্ত। কেবল তাই নয়, ১২ বছরের সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার মতো ঘটনাগুলোও উঠে এসেছে বিস্তারিত। সব মিলিয়ে ১১ টি সমসাময়িক গুরুত্বপূর্ন ইস্যু নিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি। সেখানে প্রাধান্য পেয়েছে মার্কিন রাজনীতি বিশেষ করে আগামী নভেম্বরে হতে যাওয়া নিবার্চনে কামলা-ট্রাম্পের নিবার্চনী লড়াইয়ের কৌশল । এ ম্যাগাজিনটি নিয়মিত প্রকাশিত হচ্ছে নিউইয়র্ক থেকে ।