জয় বাংলাদেশ : ক্যালিফোর্নিয়ার কোচেলায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশের কাছ থেকে শটগান ও গুলি ভর্তি হ্যান্ডগানসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
৪৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম ভেম মিলার। তার বিরুদ্ধে এখনই কোন ফেডারেল অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। এ নিয়ে তিনবার ট্রাম্পকে হত্যার চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিভারসাইড কাউন্টি শেরিফ চাঁড বিয়াঙ্কো জানান, শনিবার ট্রাম্পের সমাবেশ শুরুর আগে, কোচেলার ফিফটি টু অ্যাভিনিউ থেকে লাস ভেগাসের বাসিন্দা ওই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে ৫ হাজার ডলার জরিমানায় ছেড়ে দেয়া হয় তাকে।
অস্ত্র নিয়ে কোচেল্লার ফিটটি টু অ্যাভিনিউর সেলিব্রেশন ড্রাইভের সংযোগ সড়কে একটি কালো এসইউভি নিয়ে অপেক্ষা করছিলেন মিলার। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার পর সমাবেশস্থলে পৌছান ট্রাম্প।
পুলিশ জানায়, মিলারকে ঘটনাস্থলে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হ্যাল কেম্পফার বলেন, ‘অস্ত্র, ভুয়া লাইসেন্সপ্লেট, আইডি সব কিছুই প্রমাণ করে যে, মিলার সরাসরি আইন অমান্য করেছেন।’
সিক্রেট সার্ভিস ও এফিবিআই যৌথভাবে এ ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে মিলারের বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি এফবিআই।
জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। এ মুহুর্তে ট্রাম্প কোনধরণের ঝুঁকিতে নেই। এ ঘটনা তার ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না এবং মিলারের বিরুদ্ধে এখনই কোন ফেডারেল অভিযোগ দায়ের করা হয়নি।
ট্রাম্পের জনসভাগুলো দিন দিনই তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলারে প্রথম বন্দুক হামলার শিকার হন তিনি। সেপ্টেম্বর ফ্লোরিডার পাম বিচ গল্ফ ক্লাবের মাঠে আরও একবার তাকে হত্যাচেষ্টা করা হয়। সে সময় সেখান থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সিক্রেট সার্ভিস।