Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজট্রাম্পের সাথে বিকল্প বিতর্কের প্রস্তাবে হ্যারিসের ‘না’

ট্রাম্পের সাথে বিকল্প বিতর্কের প্রস্তাবে হ্যারিসের ‘না’

জয় বাংলাদেশ : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কের প্রস্তাব দিয়েছেন। আগামি ৪ ৪ সেপ্টেম্বর ফক্স নিউজে বির্তকে আমন্ত্রণ জানালে হ্যারিস প্রচার ক্যাম্পেইন তা স্পষ্ট নাকচ করে দিয়ে বলেছে, ট্রাম্প এমন একটি বিতর্ক থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন যা ইতোমধ্যেই এবিসি নিউজের আয়োজনে ১০ সেপ্টেম্বরে নির্ধারণ করা আছে।

শুক্রবার রাতে ট্রুথ সোশ্যাল নামক এক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হ্যারিসকে রিপাবলিকান সমর্থিত ফক্স নিউজে বিতর্ক করার এ আহ্বান জানান।

ট্রাম্প হ্যারিসকে ইঙ্গিত করে লেখেন, ‘তবে এবার এমন একটি পূর্ণাঙ্গ শ্রোতা ভর্তি পেনসিলভেনিয়া স্টেইটে বিতর্ক হোক।’

ট্রাম্প এবং বাইডেন আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজে দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্কে সম্মত হন, যাকে সাবেক প্রেসিডেন্ট তার অনুসারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় নিউজ নেটওয়ার্ক ফক্সে স্থানান্তরিত করার পরামর্শ দেন।

প্রেসিডেন্ট বাইডেন প্রার্থীতা থেকে নিজেকে সরিয়ে নেয়ায় ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বরে বিতর্কে অংশ নেবেন।

ট্রাম্পের নতুন প্রস্তাব নাকচ করে শনিবার হ্যারিস বলেছেন, তিনি মূলত পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত বিতর্কে অংশ নেয়ার পরিকল্পনা করছেন।

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘ট্রাম্পের বিতর্কে জন্য প্রস্তাবিত যেকোন সময়, যেকোন স্থান এখন কেন একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট নিরাপদ স্থান হয়ে গেল। আমি ১০ সেপ্টেম্বর সেখানে থাকব, যেমন তিনি রাজি হয়েছেন। তাকে সেখানে দেখব।’

হ্যারিসের মুখপাত্র মাইকেল টাইলার বলেছেন, ট্রাম্প ভয় পেয়েছেন এবং তারা ১০ সেপ্টেম্বরের পরে আরও বিতর্ক নিয়ে আলোচনা করতে পেরে খুশি।

উভয় প্রার্থী ইতোমধ্যেই আরও বিতর্কের বিষয়ে সম্মত হয়েছেন।

শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন যে হ্যারিস বিতর্ক করতে ভয় পাচ্ছেন এবং তিনি তাকে ৪ সেপ্টেম্বরে বিতর্কে দেখতে চান অথবা তাকে আর দেখতে পাবেন না।

নির্বাচনের আগে উভয় প্রার্থীকে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments