জয় বাংলাদেশ : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প দুর্বল এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য অযোগ্য বলে দাবি করেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস।
নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে নির্বাচনী প্রচার সমাবেশে রোববার কামালা জানান, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকী আছে। সমর্থকদের সহযোগিতায় তিনি বিজয়ী হতে চান।
টাম্পকে নিয়ে কামালা বলেন, ‘ট্রাম্পের মতো বিপজ্জনক মানুষের অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়া উচিৎ নয়।’
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ছোট ব্যবসায় বিনিয়োগ এবং কঠোর পরিশ্রম করা মধ্যবিত্তদের জন্য ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন কামালা হ্যারিস।
অ্যামেরিকার জনগণের জন্য ডনাল্ড ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন কামালা হ্যারিস। ট্রাম্পের মতো একজন বিপজ্জনক মানুষের আবারও অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিৎ নয় বলে মনে করেন এই ডেমোক্র্যাট প্রার্থী।
ট্রাম্প দ্বিতীয়বার তার সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করতে রাজি হননি উল্লেখ করে কামালা দাবি করেন, ট্রাম্প দুর্বল এ কারণে তার দলের কর্মীরা তাকে লুকিয়ে রাখতে চায় এবং তিনি অ্যামেরিকাকে নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত নন।
কামালা জানান, ক্যালিফোর্নিয়ায় অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাবস্থায় শিক্ষার্থী, শ্রমিক, ভেটেরান, নারী ও শিশুদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সবসময় অ্যামেরিকার মানুষের পক্ষে লড়াই করার প্রতিশ্রুতি দেন তিনি।
কামালা বলেছেন, আবাসন খরচ কমানো এবং প্রথমবারের মতো বাড়ি কিনবেন এমন ক্রেতাদের ২৫ হাজার ডলার ডাউন পেমেন্ট সহায়তা দেয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।