জয় বাংলাদেশ : ভয়াবহ দাবানলের কবলে আমেরিকার দুই উপকূল অঞ্চল। পশ্চিমে নিউ ইয়র্ক ও নিউ জার্সি সীমান্তে পাঁচ হাজার একর জুড়ে জলছে দাবানল। এখন পর্যন্ত দাবানলে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো ফায়ারফাইটার। দাবানলের কারণে সেখানে ভেটেরান্স ডে প্যারেড স্থগিত হয়েছে।
অন্যদিকে দেশের পূর্বে ক্যালিফোর্নিয়ার দাবানল ২০ হাজার একর ছাড়িয়ে গেছে। প্রায় ২৫০টি বাড়িঘর ও প্রতিষ্ঠান পুড়ে গেছে। আহত হয়েছে ছয়জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় তিন হাজার ফায়ার ফাইটার।
দেশের পশ্চিম উপকূলে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে ফায়ারফাইটাররা। নিউ ইয়র্ক ও নিউ জার্সির সীমান্তের এই দাবানল একরাতেই পাঁচ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের স্টার্লিং ফরেস্ট পার্কে গাছ থেকে পড়ে ১৮ বছর বয়সি এক স্বেচ্ছাসেবী ফায়ারফাইটার নিহত হয়েছে।
তীব্র খরার কারণে এই দাবানল শুরু হয় ও ছড়িয়ে পরে বলে জানিয়েছেন, নিউ জার্সি ফায়ার সার্ভিস কমান্ডার ক্রিস্টোফার ফ্র্যানেক। বেগতিক অবস্থায় আগুন নেভানোর সরঞ্জাম পৌঁছানো যাচ্ছে না। তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন।
নিউ ইয়র্কের স্টেইট ফরেস্ট রেঞ্জার ব্রায়ান গ্যালেগার জানিয়েছেন, এরই মধ্যে ২০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ২৩০ জন কর্মী আগুন নেভাতে কাজ করছে। পাশাপাশি কাজ করছে ফায়ার ইঞ্জিন, ওয়াটার ট্যাংকার ও হেলিকপ্টার।
এদিকে পূর্ব উপকূলেও জলছে আগুন। ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টির দাবানলে পুড়েছে কয়েকশো বাড়িঘর। এই দাবানল প্রায় ২১ হাজার একরে ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে কাজ করছে তিন হাজার কর্মী।
ইতোমধ্যে ৩৬ শতাংশ আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি। আবহাওয়া অনুকূলে থাকায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
গত বুধবার এই দাবানল শুরু হয়। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এপর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ছয়জন আহতের কথা নিশ্চিত করেছে ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।