সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। হোক সেটা জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ। সবখানে বল হাতে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তাকে। আইপিএলের গেল মৌসুমে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে রাখে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই আসরে মাত্র দুইটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই কাটার মাস্টার। তবে দুই ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট শিকার করেন এই টাইগার পেসার। সেই সঙ্গে দুই ম্যাচে ম্যাচে ৭ ওভার বল করে খরচ করেন ৭৯ রান এবং ইকোনমি ছিল ১১.২৯।
তাই ধারণা করা হচ্ছিল আগামী মৌসুমে হয়তো এই বাংলাদেশি বোলারকে নিয়ে আগ্রহ দেখাবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে গতকাল মোস্তাফিজকে নিয়ে একমাত্র দল হিসেবে বিড করে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। অন্য কোনো দল আগ্রহ না দেখানোর কারণে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নতুন ঠিকানায় যায় মোস্তাফিজুর রহমান। এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম বারের মতো আইপিএল খেলেন মোস্তাফিজুর রহমান। সেবার বল হাতে উজ্বল ছিলেন এ টাইগার পেসার। এরপর আর কোনো আসরে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি তিনি। এখন পর্যন্ত আইপিএলের ৬ আসর খেলেছেন মোস্তাফিজ। সব আসর মিলিয়ে মোট ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট শিকার করেন এই টাইগার পেসার।
আসন্ন আইপিএলের ড্রাফট থেকে নিজের নাম সরিয়ে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাস। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নামও ছিল। তবে নিলামের আগেই তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। তবে বিশেষ বিবেচনায় থাকে মোস্তাফিজের নাম। তবে বিসিবি জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন এই টাইগার পেসার।
তবে বিসিবি জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। এরপর তাকে ফিরতে হবে জাতীয় দলে। নিলামে তার ভিত্তিমূল্য ছিল, ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মোস্তাফিজকে।