সংগঠনই বাংলাদেশিদের বিশেষত্ব, অন্য জাতিগোষ্ঠি থেকে বৈশিষ্ট্যগত ভিন্নতা
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমাণ্ডার, জয় বাংলাদেশ ইনক্ এর প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ বলেছেন, পৃথিবীর যেকোনো জাতিগোষ্ঠি থেকে বাংলাদেশিদের ভিন্নতা এই যে, তারা সংঘবদ্ধ থাকতে চায়। একে অন্যের ভালোমন্দের খবর রাখতে ও নিজেদের ভাষায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসে। নিউইয়র্কে বাংলাদেশি সমাজে হোম কেয়ার সেবার প্রথম উদ্যোক্তা বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রতিষ্ঠাতা আবু জাফর মাহমুদ সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেস এ নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক্ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সমিতির ২০২৩-২৪ সালের জন্য নির্বাচিত নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার মাহমুদুল হাসান এনডিসি। বক্তব্য রাখেন, ইয়ো্যেলা সোসাইটি নিউইয়র্ক ইনক এর সভাপতি সালমান জাহিদ জুয়েল, নরসিংদী সমিতি ইউএসএ ইনক এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ জে মোল্লা সানি প্রমুখ।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট রাজনীতিক আবু জাফর মাহমুদ বলেন, আমরা যেমন বাংলাদেশি, একইভাবে আমরা আমেরিকান। আমরা বাংলাদেশি আমেরিকানরা এই দেশের সব ভালো বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমাদের জাতির সব ভালো গুণকে যুক্ত করছি। আমেরিকা যেহেতু বিশ্বনেতা, আমরাও বিশ্ব নেতৃত্বের অংশ। আমরা শুধু আমাদের জনগোষ্ঠির নয় পৃথিবীর সকল জাতিগোষ্ঠির ভালোমন্দের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছি। নিজেদেরকে নিবেদন করেছি। তিনি বাংলাদেশিদের পারিবারিবক মূ্ল্যবোধ ও সৌহার্দ্যের সংস্কৃতির কথা তুলে ধরে বলেন, আমাদের নারী পুরুষের মধ্যে পারস্পারিক যে মমতা ও ভালোবাসা তা অন্য কোনো জাতিগোষ্ঠির মধ্যে নেই। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা দেশের প্রতি সর্বোচ্চ ত্যাগের নিদর্শন গড়েছেন। দেশের প্রতি তাদের মতো দরদ আর কারো নেই।
তিনি বলেন, বাংলাদেশিরা এখানে অনেক সমিতি গড়ে তুলেছে। অনেকেই বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেন। কিন্তু আমি এর মধ্যে আমাদের জাতিগত বৈশিষ্ট্যের বিকাশ দেখতে পাই। এর মধ্য দিয়ে বাংলাদেশিরা অন্য জাগিগোষ্ঠির মাঝে একাত্মবোধের শিক্ষা ওবার্তা পৌছে দিতে পারে। তিনি প্রবাসে অন্যতম বৃহৎ সংগঠন নরসিংদী সমিতি ইউএসএ ইনক্ এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই সংগঠন নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ভালো গুণাবলিগুলো ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে।
আবু জাফর মাহমুদ, জ্যাকসন হাইটস এর ৭৩ নং স্ট্রিটের নাম বাংলাদেশ স্ট্রিট নামকরণের জন্য নিউইয়র্ক সিটি মেয়র ও তার কাউন্সিলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিউইয়র্ক সিটি আমাদেরকে সম্মান দিয়েছে। এখন আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো। এখানকার প্রতিটি জাতিগোষ্ঠির মানুষের প্রতি আমাদের মানবিক আচরণ ও সহৃয়তা বজায় রাখা দরকার।
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর ওই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব ও শশী।