Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউইয়র্কের সবচে উষ্ণতম বাস স্টপ কুইন্স,ব্রঙ্কসে

নিউইয়র্কের সবচে উষ্ণতম বাস স্টপ কুইন্স,ব্রঙ্কসে

জয় বাংলাদেশ : নিউ ইয়র্ক সিটিতে গ্রীষ্মের তীব্র গরমে কখনও ছায়া ছাড়া বাস স্টপে অপেক্ষা করতে হয়েছে আপনাকে ? তাহলে আপনি নিশ্চয় সিটির কুইন্স অথবা ব্রঙ্কসে বসবাস করছেন । এমনই এক তথ্য দিয়ে ট্রানজিট অ্যাডভোকেসি গ্রুপ ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস জানিয়েছে , ম্যানহাটন , বঙ্কস, ব্রুকলিনসহ ৫টি বরোতে গণ পরিবহন বিশেষত বাসের জন্য যারা অপেক্ষা করেন বাস স্টপগুলোতে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন কুইন্স ও ব্রঙ্কসের অধিবাসীরা। এসব বাস স্টপেজে এতোটায় গরম যে যাত্রীদের মারাত্মক আকারে শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। রিপোর্ট আরো বলছে, ব্রঙ্কস শহরের সাতটি অতি উষ্ণ বাস স্টপ আছে যা শহরব্যাপী যে গরম তার গড়ের তুলনায় ১১ ডিগ্রি বেশি । কেবল তাই নয়, ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস অনুসারে, বিগ অ্যাপলের ৪শ টি উষ্ণ বাস স্টপের অর্ধেকেরও বেশি কুইন্সে রয়েছে। নিম্ন ও ফেডারেল দারিদ্র্য সীমার নীচের মানুষরা সবচেয়ে উষ্ণ বাস স্টপের কাছাকাছি বসবাস করছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস অনুসারে, নিউ ইয়র্ক সিটিতে ১৫ হাজার টি বাস স্টপ রয়েছে এবং এর মধ্যে মাত্র ২০ শতাংশ বাস স্টপে গরম থেকে বাচঁতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিটি কর্তৃপক্ষ। এ অবস্থায়, শহরবাসীর সুস্থতার কথা চিন্তা করে এ গ্রুপটি উচ্চ-অগ্রাধিকার স্টপে বসার এবং কাউন্টডাউন ঘড়ি সহ বাস আশ্রয়কেন্দ্র স্থাপন, ছায়া তৈরি করার জন্য গাছ লাগানোর এবং পরিবহন পরিকাঠামো নিয়ে কাজ করার সময় পরিবহন দপ্তরকে প্রচণ্ড গরমে ফ্যাক্টর করার পরামর্শ দিয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments