Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউইয়র্কে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৫

নিউইয়র্কে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৫

জয় বাংলাদেশ : নিউইয়র্ক স্টেইটের ম্যাসনভিলের লেক সিসিল রোডের কাছে মান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে । রোববার বিমান বিধ্বস্ত হবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। নিহতরা সবাই জর্জিয়ার বাসিন্দা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, নিহত ব্যক্তিরা বেসবল টুর্নামেন্টের জন্য নিউ ইয়র্কের কুপারসটাউনে বেড়াতে যাওয়ার পর পাইপার মালিবু মিরাজ নামের এক ইঞ্জিন বিশিষ্ট বিমানে আটলান্টায় ফিরে যাচ্ছিলেন।

বিমানটি প্রাথমিকভাবে নিউইয়র্কের ওয়ানন্টার আলফ্রেড এস নাদের রিজিওনাল এয়ারপোর্ট থেকে রওনা হয় এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জ্বালানি নেয়ার জন্য যায়। বিমানটির চূড়ান্ত গন্তব্য ছিল জর্জিয়ার আটলান্টার কোব কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নিউইয়র্কের সম্ভাব্য বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে। ড্রোন, এটিভি ও হেলিকপ্টার ব্যবহার করে ওই এলাকায় তল্লাশি চালানোর পর বিধ্বস্ত বিমানের সন্ধান পাওয়া যায়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি ।

নিউইয়র্ক স্টেইট পুলিশ ব্যুরো অফ ক্রিমিনাল অফ ইনভেস্টিগেশন, কলিশন রিকনস্ট্রাকশন ইউনিট, ফরেনসিক আইডেন্টিফিকেশন ইউনিট, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে তদন্তে কাজ করছে। নিহত সকলের পরিচয় প্রকাশ করেছে পুলিশ কর্তৃপক্ষ। নিহতরা হলেন – রজার বেগস (৭৬), লরা ভ্যানএপস (৪৩), রায়ান ভ্যানএপস (৪২), জেমস আর ভ্যানএপস (১২) ও হ্যারিসন ভ্যানএপস (১০)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments