নিউইয়র্ক সময় প্রতিবেদন : খুন , রাহাজানি, ছিনতাই , হেইট ক্রাইমের মতো অপরাধগুলো চলতি বছরের শুরু থেকে নিউইয়র্ক সিটিতে কমছে। এমনকি সেপ্টেম্বর মাসে সামগ্রিক অপরাধ কমেছে গড়ে ৩ শতাংশ । সিটি মেয়র এরিক অ্যাডামস জানালেন, অপরাধ কমার এ সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম ও ধৈর্য কাজ করেছে।
গত সোমবার কমিউনিটি অপ:এড-এ অ্যাডামস্ বলেন, “চলতি বছরের শুরু থেকে সেপ্টেবর পর্যন্ত সিটিতে নরহত্যা, চুরি, বড় লুট, এবং গাড়ি চুরি এসব অপরাধও কমেছে। এছাড়াও, গণপরিবহন সংশ্লিষ্ট অপরাধও কমেছে, যা সেপ্টেম্বর মাসে ৮ দশমিক ৭ শতাংশ কমেছে, বছরের শুরু থেকে ৫ দশমিক ১ শতাংশ কমেছে।”
তিনি বলেন, ” অপরাধ কমার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এনওয়াইপিডি। এর মধ্যে সাড়ে আঠারো হাজার ৫০০ এর বেশি অবৈধ বন্দুক বাজেয়াপ্ত করা। সহিংস অপরাধীদের গ্রেপ্তার, এবং আমাদের প্রশাসন শুরু হওয়ার পর থেকে ৭০,০০০ এর বেশি অবৈধ মপেড ও ‘ঘোস্ট কার’ রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে।
বলেন , আমরা ১,২০০ এর বেশি অবৈধ ধূমপান দোকান বন্ধ করেছি এবং আমাদের সড়ক ও সাবওয়েতে আরও বেশি পুলিশ মোতায়েন করেছি। আমরা শিক্ষা, সাশ্রয়ী আবাসন, আফ্টার স্কুল এবং হলি ডে স্কুল প্রোগ্রামিং, আর্নি ইন্টারভেনশনের মতো উপায়ে বিনিয়োগের মাধ্যমে অপরাধের মূল কারণগুলো মোকাবিলা করছি।”
মেয়র জানান, তাদের অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে “পার্টনারশিপ অ্যাসিস্ট্যান্স ফর ট্রানজিট হোমলেসনেস” প্রোগ্রাম। এই উদ্যোগটি গৃহহীনদের সহায়তার জন্য নিউইয়র্ক সিটির হেলথ হসপিটালস এবং গৃহহীন পরিষেবার প্রশিক্ষিত নার্স ও আউটরিচ টিমকে একত্রিত করে। তারা এনওয়াইপিডি ট্রানজিট পুলিশের সহযোগিতায় ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে রাতের বেলা কাজ করে। ২৯ আগস্ট শুরু হওয়া এ প্রোগ্রামের মাধ্যমে কম সময়ের মধ্যেই ১,৫০০ এর বেশি গৃহহীন নিউইয়র্কারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ৫০০ এর বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে। এর ফলে ৫০০ এর বেশি নিউইয়র্কার আশ্রয়, কাপড়, খাবার বা চিকিৎসা সেবা পেয়েছেন।
অ্যাডামস্ বলেন, “এটি একটি মানবিক উদ্যোগ, এবং আমরা আগামী মাসগুলোতে প্রোগ্রামটি আরও সম্প্রসারণ করব যাতে আরও বেশি মানুষকে সহায়তা করা যায়। আমি স্পষ্ট করতে চাই, আমরা কোনোভাবেই বলছি না যে গৃহহীনরা সাবওয়েতে অপরাধের মূল উৎস, বা তাদের কারাগারে থাকা উচিত — তা মোটেও নয়। কিন্তু তাদের অবহেলা করা উচিত নয়, এবং এ কারণেই আমাদের প্রশাসন তাদের সেবা দেওয়ার জন্য কাজ করছে এবং এটি মানবিকভাবে করছে।”
তিনি আরো বলেন, “পাথ-প্রোগ্রামটি স্কাউটের-এর পরিপূরক হিসেবে কাজ করবে। এটি একটি সফল সহযোগী প্রতিক্রিয়া উদ্যোগ, যা আমরা এমটিএ এর সাথে পরিচালনা করি মানসিক অসুস্থতার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের সমর্থন করার জন্য। এটি আমাদের চলমান রাতের শেষ লাইন কার্যক্রম এবং আমাদের সম্পূর্ণ সাবওয়ে সুরক্ষা পরিকল্পনার সম্পূরক হিসেবেও কাজ করবে। কয়েকদিন আগে ব্রুকলিনে একটি লাস্ট স্টপে একজন এমটিএ কর্মীকে আক্রমণ করা হয়। সৌভাগ্যবশত, আমাদের কর্মকর্তারা সেখানে ছিলেন এবং অপরাধীকে গ্রেপ্তার করেন। তার মানে আমাদের এভাবে কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ, আমরা যেন সব সময়ই প্রাথমিকভাবে কোনো ভিকটিমকে সহায়তা দিতে পারি তা নিশ্চিত করা প্রয়োজন।”
অ্যাডামস্ বলেন, “আমাদের প্রশাসনের লক্ষ্য নিউইয়র্ক সিটিকে সবার জন্য সহজলভ্য করা এবং এটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে রাখা। আমরা এই লক্ষ্য অর্জন করেছি অপরাধ নিয়ন্ত্রণে কঠোর এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, যা আমাদের সড়ক ও সাবওয়েতে কার্যকর হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে আমার দায়িত্ব নিউইয়র্কারের সব প্রয়োজন মেটানো। এবং আমাদের পুরো দল প্রতিদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে নিউইয়র্ক সিটিকে আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে ধরে রাখতে।”