Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউইয়র্ক সিটির কিছু রাস্তায় গতিসীমা এখন থেকে প্রতি ঘন্টায় ২০ মাইল !

নিউইয়র্ক সিটির কিছু রাস্তায় গতিসীমা এখন থেকে প্রতি ঘন্টায় ২০ মাইল !

জেবি টিভি রিপোর্ট : নিউইয়র্ক সিটির বেশ কিছু রাস্তায় গাড়ির গতিসীমা প্রতি ঘন্টায় ২০ কিলোমিটার হচ্ছে । ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, সামির আইন বাস্তবায়নের পর সিটির কিছু নির্দিষ্ট স্থানে গতি সীমা কমানোর কাজ শুরু করেছে । প্রথম স্থানের মধ্যে রয়েছে ব্রুকলিনের প্রসপেক্ট পার্ক ওয়েস্ট। যেখানে নতুন ২০ মাইল প্রতি ঘণ্টার গতি সীমার সাইন স্থাপন করেছে গ্র্যান্ড আর্মি প্লাজা থেকে বার্টেল-প্রিচার্ড স্কয়ার পর্যন্ত ১৯ ব্লক পর্যন্ত।

ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে নিউইয়র্কের ২৫০টি স্থানে গতি সীমা কমানো, স্কুল, ওপেন স্ট্রিট, শেয়ারড স্ট্রিট এবং প্রতিটি বরোতে নতুন রিজিওনাল স্লো জোনগুলোর মতো এলাকা গুলোতে গাড়ির গতিপথ নিয়ন্ত্রণে আনার উদ্যােগ নেয়া হচ্ছে ।

ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন কমিশনার ইদানিস রদ্রিগেজ বলছেন, একজন চালেকর গাড়ি চালানোর গতির ওপর পথচারীদের জীবন-মৃত্যু নির্ভর করে। তাই আমরা গাড়ির গতি সীমা কমানোর পদক্ষেপ নিচ্ছি। যা সার্বিকভাবে রাস্তায় যানজট নিয়ন্ত্রণসহ শৃংখলা আনতে সহায়ক হবে।

আর এই পদক্ষেপটি হবে পুরো সামির আইন মেনে। সামির যে কিনা ১২ বছর বয়সী ছেলে ছিল যিনি ২০১৩ সালে ব্রুকলিনে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারনে নিহত হেন সড়দ দূর্ঘটনায়।

এই আইনটি নিউইয়র্ক সিটির বর্তমান ২৫ মাইল প্রতি ঘণ্টার গতি সীমা ২০ মাইল প্রতি ঘণ্টা বা ১০ মাইল প্রতি ঘণ্টায় কমানোর অনুমতি দেয় যেখানে প্রয়োজন। এই এলাকাগুলোতে কিছু নির্বাচিত স্কুল, ওপেন স্ট্রিট, শেয়ারড স্ট্রিট এবং প্রতিটি বরোতে নির্দিষ্ট “রিজিওনাল স্লো জোন” অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, সামির আইনটি এপ্রিলে আলবেনিতে পাস হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments