Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউ ইয়র্কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ

নিউ ইয়র্কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ

জয় বাংলাদেশ : অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযানে পরিচালনা করছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। স্ট্যাটেন আইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩টি বাইক জব্দ এবং তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা
এনওয়াইপিডির পরিসংখ্যান তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত কমপক্ষে সাড়ে চারশ অবৈধ দুই চাকার গাড়ি আটক করা হয়েছে যা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

নিরাপত্তা উদ্বেগে কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাসিস্ট্যান্ট চিফ জোসেফ। তিনি সতর্কতার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

নিউ ইয়র্ক জুড়ে বাড়তে থাকা অবৈধ মোটরসাইকেল, স্কুটি ও মপেডের বিরুদ্ধে জোরালো অভিযানে নেমেছে পুলিশ। বডি ক্যামেরায় দেখা যায়, স্ট্যাটেন আইল্যান্ডে ছুটতে থাকা এক মোটরসাইকেল থামানোর চেষ্টা করছেন এনওয়াইপিডি কর্মকর্তা। আরেক বেপরোয়া চালককে থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য।

রাতেও সিটির বিভিন্ন স্থানে নিজেদের অভিযান অব্যাহত রাখছেন তারা। ট্রাফিক আইন ভঙ্গের কারণে চালকদের সড়কের পাশে থামিয়ে জরিমানা করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে তাদের গ্রেফতারও করছেন পুলিশ সদস্যরা।

নাম্বার প্লেটবিহীন ও অবৈধ মোটরসাইকেলগুলো জব্দ করে সেগুলো পুলিশি হেফাজতে নেয়া হচ্ছে। প্রথমে কয়েকটি এলাকায় শুরু হলেও পুরো স্টেইটজুড়েই এধরনের অভিযান পরিচালনা করা হবে জানান অ্যাসিস্ট্যান্ট চিফ।

বেপরোয়া চালকদের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহত হন পথচারীরা। এছাড়া বাইকের মাধ্যমে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনাও অহরহ ঘটে থাকে। তাই অবৈধ যানবাহন উচ্ছেদ করে বাসিন্দাদের নিরাপদ সড়ক উপহার দিতে চান পুলিশ কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments