Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউ ইয়র্কে ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ অক্টোবর

নিউ ইয়র্কে ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ অক্টোবর

জয় বাংলাদেশ : অ্যামেরিকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পূর্বশর্ত ভোটার রেজিস্ট্রেশন। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য নিউ ইয়র্কে ভোটার রেজিস্ট্রেশনের জন্য আর সময় আছে ২০ দিন। ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারলেই নাগরিকরা আগামী ৫ নভেম্বরে ভোট দিতে পারবেন।
অনলাইন ও অফলাইনেও রেজিস্ট্রেশন করা যায় । কর্তৃপক্ষ ২৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন নিউ ইয়র্ক স্টেইটে রেজিস্ট্রেশনের জন্য। www.ny.gov/services/register-vote এই সাইটে গিয়েও ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাগরিকরা।

নিজেদের অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সমাজের বিশিষ্টজনরা। অ্যামেরিকায় আগামী প্রজন্মের ভবিষ্যতসহ বাংলাদেশী কমিনিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।

নিজেদের অধিকার আদায়ে প্রয়োজন স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণ। অথচ বাংলাদেশী কমিউনিটির লোকজন অ্যামেরিকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করার কারণে বঞ্চিত হন নাগরিক অধিকার আদায়ে।

বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ ও রেজিস্ট্রেশনে কাজ করছে বেশকয়েকটি সামাজিক সংগঠন।

ফেডারেল, স্টেইট ও সিটি থেকে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে প্রতিনিধি নির্বাচন করা ও ভোটাধিকার প্রয়োগ করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments