Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনিজের আইপি অ্যাড্রেস জানার উপায়

নিজের আইপি অ্যাড্রেস জানার উপায়

ইন্টারনেট ব্যবহারকারী অনেকেই নিজের আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রটোকল) সম্পর্কে অবগত নন। ইন্টারনেট ব্যবহারের সময় আমরা সবাই কোনো না কোনো আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে থাকি। এই আইপি অ্যাড্রেস থেকে চাইলেই যেকোনো ইন্টারনেট ব্যবহারকারীর অবস্থানের তথ্য ও ইন্টারনেট ব্যবহারের ইতিহাস জানা যায়। চলুন জেনে নেই কিভাবে নিজের আইপি অ্যাড্রেস জানবেন:

পাবলিক আইপি অ্যাড্রেস
পাবলিক আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া সহজ। এজন্য কম্পিউটার বা স্মার্টফোন থেকে ব্রাউজারে প্রবেশ করে গুগল সার্চ ইঞ্জিনে যেতে হবে। সেখানে ‘হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস’ লিখে সার্চ করলেই পাবলিক আইপি অ্যাড্রেস দেখা যাবে।

প্রাইভেট আইপি অ্যাড্রেস
স্মার্টফোন ও কম্পিউটার থেকে দুটি ভিন্ন উপায়ে প্রাইভেট আইপি অ্যাড্রেস খোঁজা যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে প্রাইভেট আইপি অ্যাড্রেস খোঁজার জন্য প্রথমে সেটিংস মেনুতে ক্লিক করুন। এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নির্বাচন করে প্রপার্টিজে চাপুন। নিচে স্ক্রল করলেই আইপিভি৪ অ্যাড্রেস পাওয়া যাবে। এটিই প্রাইভেট আইপি অ্যাড্রেস। স্মার্টফোন থেকে প্রাইভেট অ্যাড্রেস খোঁজার জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে কানেকশনসে ক্লিক করুন। এরপর ওয়াইফাই অপশনে ট্যাপ করে নেটওয়ার্কের পাশে থাকা সেটিংস আইকনে চাপুন। এবার ভিউ মোর অপশনে ক্লিক করলেই আইপি অ্যাড্রেস দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments