Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদনির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ

নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ

একতরফা নির্বাচনের প্রতিবাদে নির্বাচন কমিশনকে (ইসি) লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ। আগামী শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে রাজনৈতিক জোটটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) একতরফা ভোট বর্জনের আহ্বানে কাওরান বাজারের পেট্রোবাংলার সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে জানানো হয়, আগামী শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোট ডাকাতির ৫ বছর ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে’ সমাবেশ ও গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ। সেখান থেকে নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন করবে তারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।

সমাবেশে শেষে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মী কাঁটাবন মোড় পর্যন্ত মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments