Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদনির্বাচন বর্জনে সবাইকে রাজপথে নামার আহ্বান গণতন্ত্র মঞ্চের

নির্বাচন বর্জনে সবাইকে রাজপথে নামার আহ্বান গণতন্ত্র মঞ্চের

৭ জানুয়ারির নির্বাচন বর্জনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এই আহ্বান জানান।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‌‘বাংলাদেশের মানুষ এক ভয়ংকর পরিস্থিতিতে আছে। এই দেশ রক্ষা করতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। সব জনগণকে বৃহত্তর ঐক্যে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই দেশ আমার-আপনার সবার। দেশরক্ষার ডাক এসেছে। কাজেই আপনার আর বসে থাকার সময় নাই। আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নেই। চুরি-দুর্নীতি-লুটপাট করে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। দ্রব্যমূল্য বাড়িয়ে, সিন্ডিকেট করে, ব্যাংক লোপাট করে—প্রতিদিন তারা আমার-আপনার পকেট থেকে হাজার লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ৭ তারিখের যে তামাশা, সেটা বর্জন করতে হবে, বয়কট করতে হবে।’

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, দিন বদলাবে। এই সরকারের একদিন বিচার হবে। পরিবর্তন অবশ্যই আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments