Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদনির্বাচন বাতিল না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

নির্বাচন বাতিল না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে ‘ডামি সরকারের’ পতন ঘটানো হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি উদ্ভট, গণবর্জিত, প্রহসনের ভোট ডাকাতির মঞ্চায়ন দেখেছে বিশ্ববাসী। তবে শত ভয়ভীতি, নির্যাতন, প্রলোভন ও সরকারের সাঁড়াশি চাপের পরেও ভোট না দিয়ে দেশের মানুষ—এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গণতান্ত্রিক বিশ্ব ভোটারবিহীন একতরফা এই নির্বাচন প্রত্যাখ্যান করে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে। তাই এই দুর্নীতিবাজ ডামি সরকার দিয়ে দেশ চলতে পারে না। গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলন অব্যাহত থাকবে।’

এসময় তিনি দলমত-নির্বিশেষে সরকার পতনের আন্দোলনে দেশের সব শ্রেণির মানুষকে শামিল হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments