Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকনেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল

প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির প্রধান দুই শহর তেল আবিব ও জেরুজালেমে প্রধান সড়কগুলো আটকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন তারা।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এমনকি কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

জেরুজালেমে কয়েক শ বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ইসরায়েলে নতুন নির্বাচন দাবি করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করে বাধা দেয়। এমনকি পুলিশ সংবাদমাধ্যমের কর্মীদেরও বাধা দেয় ঘটনাস্থলের আশপাশে যেতে।

এদিকে, তেল আবিবে মূলত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটির দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করে আনা এবং অপরটির দাবি ছিল, ইসরায়েলে নতুন নির্বাচন আয়োজন করা। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের অনড় অবস্থানের বিপরীতে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জলকামানও ব্যবহার করে। এর আগে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে বলেছে, ‘যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments