Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজপরিবারভিত্তিক ক্যাটাগরিতে আবেদন করলে লাগবে বর্তমান ঠিকানা

পরিবারভিত্তিক ক্যাটাগরিতে আবেদন করলে লাগবে বর্তমান ঠিকানা

জেবিটিভি সংবাদ: পরিবারভিত্তিক ক্যাটাগরিতে যারা যুক্তরাষ্ট্রে আসতে চাইছেন কিংবা এরই মধ্যে এদেশে এসে পড়েছেন এখন চাইছেন স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে এখন থেকে তাদেরকে অবশ্যই যার জন্য আবেদন করছেন তার বর্তমান ঠিকানা জানাতে হবে। পাশাপাশি আগ্রহী আবেদনকারীরা কনস্যুলার প্রসেস করতে চান নাকি আমেরিকায় স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে চান , সেটি ও ইউএস সিটিজেনশীপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস অথরিটিতে জানাতে চান থেকে ।

সম্প্রতি এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, এ টি জানা গেলে ইউএসসিআইএসের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে অভিবাসন সংক্রান্ত নথিটি যুক্তরাষ্ট্রে প্রসেস করা হবে নাকি ফাইল প্রসেস করার পর ভিসা ও সাক্ষাৎকারের জন্য ঢাকায় পাঠানো হবে। যদি বর্তমান ঠিকানা আবেদনকারী ফাইলে নথিভুক্ত না করেন তাহলে দেরিতে সিদ্ধান্ত জানানোর কথা ও বলেছে তারা। তাই যারা পরিবারের পক্ষে আই-১৩০ আবেদন করবেন , তাদের বিষয়গুলোকে খেয়াল রেখে আবেদন করার পরামর্শ দিয়েছে তারা। ও ইউএস সিটিজেনশীপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস অথরিটি বলছে, বাংলাদেশ থেকে অভিবাসী প্রত্যাশী বিপুল সংখ্যক মানুষ আই-১৩০ আবেদন করেন । কিন্তু এইসব আবেদনে স্পষ্ট করে উল্লেখ করেন না সুবিধাভোগীর জন্য কনসুলার প্রসেস লাগবে নাকি এটি দেশ থেকে স্ট্যাটাস অ্যাডজাস্ট করা হবে। আর এসব কারণে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত পদক্ষেপগুলো জটিলতার মুখে পড়ছে এমনকি সময়ও লাগছে।

এদিকে, এ প্রতিষ্ঠান গেল ২২ মে থেকে এ নীতি কার্যকর করেছে। যেখানে বলা হয়েছে, পিটিশনের সঠিক তথ্য প্রদান না করলে অভিবাসী ভিসা বা স্থিতি প্রক্রিয়ার সমন্বয় বিলম্বিত হতে পারে। কেউ ভুল তথ্য দিলে তাকে অবশ্যই এনডিসিতে পিটিশন স্থানান্তর করার জন্য উপযুক্ত ফিসহ ফর্ম আই-৮২৪ , একটি অনুমোদিত আবেদনের জন্য অ্যাকশনের আবেদন বা পিটিশন ফাইল করতে হবে। অনুমোদিত ফর্ম আই-১৩০ আপডেট করতে প্রয়োজনে ইউএসসিআইএসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments