Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদপশ্চিমবঙ্গে আরও দুটি মেডিকেল কলেজের ১০৯ চিকিৎসক ইস্তফা দিয়েছেন

পশ্চিমবঙ্গে আরও দুটি মেডিকেল কলেজের ১০৯ চিকিৎসক ইস্তফা দিয়েছেন

জয় বাংলাদেশ : কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় শুরু হওয়া জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন পঞ্চম দিনে পড়েছে। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আজ বুধবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৭৫ জন এবং ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ চিকিৎসক ইস্তফা দিয়েছেন।

গত শনিবার রাত সাড়ে আটটা থেকে সাতজন চিকিৎসক শুরু করেছেন আমরণ অনশন। আজ কার্যত অনশনকারীরা মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন। এ অবস্থায় নাগরিক সমাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র চিকিৎসকদের দাবিসমূহের বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা মনে করে, রাজ্য সরকারের অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া উচিত।

এদিকে কলকাতার সরকারি সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা অনশনকারীদের দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। না হলে এসব মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকেরা গণ–ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments