Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকপাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়েছে। রোববার (৩ মার্চ) নির্বাচনে পিটিআইয়ের ওমর আইয়ুবকে হারিয়ে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শাহবাজ শরিফ। খবর জিও নিউজ।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়া ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রধানমন্ত্রী পদের প্রার্থী ওমর আইয়ুব খান ৯২ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে।

নির্বাচনের আগে পরিষদে প্রবেশের সময় দুই দলের সমর্থকরাই নিজ দলের সমর্থনে স্লোগান দেন। ফলাফল ঘোষণার সময় স্লোগান দিয়ে হট্টগোল সৃষ্টি করে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল।

এর আগে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে টানা পাঁচ মিনিট পাকিস্তান জাতীয় পরিষদে ঘণ্টা বাজিয়ে সকল পরিষদ সদস্যদের সমাবেশে জড়ো করা হয়। এরপর পরিষদের সব দরজা বন্ধ করে দেওয়া হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম পড়ে শোনান এবং নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন স্পিকার। এর মাধ্যমে দ্বিতীবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ।

নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফ তার বড় ভাই নওয়াজ এবং সকল মিত্রদের তার উপর আস্থা রাখার জন্য এবং তাকে পরিষদের নেতা নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments