জয় বাংলাদেশ: পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বাইরে বাংলাদেশের অন্যান্য জায়গায় নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র।
এসব ক্ষেত্রে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দিয়ে ৪ মাত্রা থেকে কমিয়ে ‘ভ্রমণ পুনর্বিবেচনার’ ৩ মাত্রায় নামানোর কথা জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স ভ্রমণ সতর্কতা হালনাগাদের তথ্য দেয়। এরপর বৃহস্পতিবার ঢাকার দূতাবাসের ফেইসবুক পাতায় তা প্রকাশ করা হয়।
নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে চার ধরনের সতর্কতা জারি করে থাকে যুক্তরাষ্ট্র। প্রথম মাত্রায় ‘স্বাভাবিক সতর্কতা অবলম্বন’, দ্বিতীয় মাত্রায় ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন’, তৃতীয় মাত্রায় ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ এবং চতুর্থ মাত্রা ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেওয়া হয়ে থাকে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউনের মধ্যে জুলাইয়ের ১৯ তারিখে বাংলাদেশ ভ্রমণের বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ দিয়ে নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।
এর দুদিন পর ২১ জুলাই আন্দোলন ঘিরে সংঘাতের মধ্যে নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেয় তারা।
এর মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধও ছিল কিছুদিন এবং আবশ্যকীয় নয় এমন কর্মীদের দেশে ফেরারও সুযোগ দেওয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতা আগেরটাই রাখে যুক্তরাষ্ট্র।
হালনাগাদ ভ্রমণ সতর্কতার মধ্য দিয়ে ৫৩ দিন পর দেশব্যাপী চার মাত্রার সতর্কতা থেকে সরে আসল দেশটি; তবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তা আগের মত বহাল থাকল।
নতুন সতর্কতায় বলা হয়, নাগরিক বিশৃঙ্খলা, অপরাধ ও সন্ত্রাসের কারণে বাংলাদেশ ভ্রমণের বিষয় পুনর্বিবেচনা করুন। কিছু এলাকায় বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ।
“সাম্প্রদায়িক সংঘাত, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে পার্বত্য চট্টগ্রাম হিসাবে পরিচিত খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ করবেন না।”
বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে ভ্রমণ সতর্কতায় বলা হয়, “জুলাইয়ের নাগরিক বিশৃঙ্খলা, সহিংস বিরোধ অনেকাংশে কমে এসেছে। তবে, পরিস্থিতি অল্প সময়ের মধ্যেও পরিবর্তন হয়ে যেতে পারে। সব ধরনের সমাগম এড়িয়ে চলার বিষয় মনে করিয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র নাগরিকদের; কেননা, শান্তিপূর্ণ সমাবেশও কোনো সতর্কতা ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে।”