Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদপূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না : আইজিপি

পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না : আইজিপি

জয় বাংলাদেশ : পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করেছে। সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করেছি সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আজ একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ১০ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে একটি রোমহর্ষক হত্যাকাণ্ড তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি। আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।

আইজিপি পুলিশের ভূমিকার বিষয়ে বলেন, পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে। ইদানিং অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। এখানে গুজব ছড়ানো হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। যারা অপতৎপরতা চালাতে চায়, তারা সবসময় আমাদের পালস পরীক্ষা করে দেখে কোথাও গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments