Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকপ্রথমবারের মতো অ্যালার্জির চিকিৎসায় ন্যাজাল স্প্রের অনুমোদন দিল এফডিএ

প্রথমবারের মতো অ্যালার্জির চিকিৎসায় ন্যাজাল স্প্রের অনুমোদন দিল এফডিএ

জয় বাংলাদেশ: অ্যালার্জির অন্যতম প্রাণঘাতী ধরণ অ্যানাফিল্যাক্সিসের চিকিৎসায় নেফি নামের প্রথম ন্যাজাল স্প্রে এপিনেফ্রিন ড্রাগের অনুমোদন দিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।নেফি প্রাপ্তবয়স্ক ও ৬৬ পাউন্ডের বেশি ওজনের শিশুদের জন্য একক ডোজ হিসেবে নাকের ভেতরে স্প্রে করা যাবে। প্রয়োজনে ইনজেকশনযোগ্য এপিনেফ্রিনের মতো দ্বিতীয় ডোজ দেয়া যেতে পারে।

ওপিওয়েড ওভারডোজের জন্য ব্যবহৃত নালোক্সোন ন্যাজাল স্প্রের নির্মাতা এআরএস ফার্মাসিউটিক্যালসের একজন মুখপাত্রের মতে, নেফি নারকানের মতো একই স্প্রে ডিভাইস ব্যবহার করে।

এফডিএর সেন্টার ফর ড্রাগ ইভালুয়েশন অ্যান্ড রিসার্চের পালমোনোলজি, অ্যালার্জি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কেলি স্টোন বলেছেন, একটি পর্যায়ে অ্যানাফিল্যাক্সিস প্রাণঘাতী হয়ে উঠতে পারে তবে অনেকের ক্ষেত্রে বিশেষ করে শিশুরা ইনজেকশনের ভয়ে চিকিৎসা নিতে আগ্রহী থাকে না। এক্ষেত্রে এপিনেফ্রিন ন্যাজাল স্প্রে অ্যানাফিল্যাক্সিসের দ্রুত চিকিৎসায় সহায়ক হতে পারে।

অনুমোদনটি ১৭৫ জন সুস্থ প্রাপ্তবয়স্কদের রক্তে এপিনেফ্রিনের ঘনত্ব পরিমাপের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। ড্রাগটি গত বছর অনুমোদন দেয়া হবে বলে আশা করা হয়েছিল। তবে এফডিএ ডোজের পুনরায় ব্যবহার সম্পর্কে আরও তথ্য পর্যালোচনা করায় এর অনুমোদন দিতে দেরি হয়।

এআরএস ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, বাণিজ্যিক বীমায় আওতায় এই ওষুধের দাম ২৫ ডলারের বেশি হবে না। যাদের বীমা কভারেজ নেই তাদের জন্য নেফির দুটি ডোজের জন্য দাম ১৯৯ ডলার হবে। যাদের এই ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের বিনামূল্যে এই ওষুধ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

আট সপ্তাহের মধ্যে ওষুধটি অ্যামেরিকায় পাওয়া যাবে বলে আশা করছে এআরএস। কোম্পানির সিইও রিচার্ড লোয়েনথাল বলেছেন যে এটি অনুমোদনের আশায় কয়েকটি লট তারা ইতোমধ্যে প্রস্তুত করেছে এবং প্রত্যাশিত চাহিদা মেটাতে আরও ওষুধ তৈরি করছে।

এফডিএ উল্লেখ করেছে যে যাদের পলিপাস রয়েছে বা যাদের ন্যাজালের অস্ত্রোপচার হয়েছে তাদের নেফি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

নেফির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে গলা জ্বালা, মাথাব্যথা, নাকের অস্বস্তি এবং ঝাঁকুনি অনুভব করা।

নিউইয়র্কের ইমিউনোলজিস্ট এবং অ্যালার্জিস্ট পূরবি পারিখ বলেছেন, অ্যালার্জি রোগীদের জন্য এফডিএর এই অনুমোদন একটি স্বস্তিদায়ক খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments